আমার হৃদয় তুই ক্ষত-বিক্ষত করে দিয়েছিস
নীলপরী , কেন ?
তোর সৌন্দযর্্যমন্ডিত ডানা দু'টি দিয়ে
আমাকে করলি আঘাত
আমি ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে আছি
নিথর দেহ নিয়ে,বেওয়ারিশ লাশের মত৷
তুই যদি আমাকে আঘাতে আঘাতে মেরে ফেলতে চাস
মার ;কোনো বাধা দিবোনা
তবে বার বার মারার চেয়ে একবারেই মেরে ফেল
তাতে আমার আমিকে দেখতে হবেনা রক্তাত দেহ
তার চেয়ে ভয়ংকর ক্ষত বিক্ষত দু'টাকার হৃদয়৷
নীলপরী , তুই এমন কেন ? কেন এমন
বলরে ,শুধু একবার বল ?
কেন তুই আমাকে ঝুলিয়ে রেখেছিস ফাঁসির মঞ্চে
আধ পেঁচা রশি দিয়ে
আমি ঝুলে আছি,মৃতের মত ৷ কিন্তু মৃতু্যতো হচ্ছেনা !
তার চেয়ে একেবারেই মেরে ফেল আমাকে
প্রয়োজন নেই তোর সৌন্দর্য , তোর জন্য বসে থাকা৷
তুই কেমন তা কি তুই জানিস ?
কিংবা কি চাস তুই তাও বোধ হয় জানিস না৷
তুই শুধু ভালোবাসিস মানুষকে নয় ;তার বিক্ষত হৃদয়-বিকৃত নয়৷
এভাবে অন্যের হৃদয় বিক্ষত করে কি ই বা লাভ
লোকসানের প্রহর গোনা ঢের ভালো নয় ?
আমি না হয় তোর আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত হয়েও
চুপসে আছি ; প্রতিবাদ করার ভাষা নেই
কিন্তু ঐ যে একজন আছে
দেখছে সব ; গুনে রাখছে কিংবা অংকও কষছে
তার কাছ থেকে তুই রেহায় পাবিনা
কষ্টের হিসেব গুনে গুনে শোধরাতে হবে একদিন৷