ইদানিং বুকের বামপাশের ব্যাথাটা খুব বেড়েছে
হঠাৎ হঠাৎ চিনচিনে অনুভূতি দিয়ে শুরু
ক্ষনিক সময় পরে শুরু হয় গগনবিদারী অনুভব
হৃদযন্ত্রে উপভোগ করি যুদ্ধের দামামা, ডামাডোল
কি যেনো হারানোর বেদনার্ত করুন বেহালার সুরসম।
ইদানিং নেত্রদ্বয় এ জল আসেনা
অবিরত অশ্রু-ফোয়ারা যেন বাধাপ্রাপ্ত স্মৃতিগুলি দিয়ে
কলকল জলধারা প্রবাহে
ইচ্ছেগুলি মৃত প্রায় আজ মুমূর্ষুসম
অনাবিল নহর বইছে রক্তধারার।
মস্তিষ্কে কোনো স্মৃতি জমা নেই
তোমাকে ভাবলেই র্যাম থেকে মুছে যায় সব
জমা হয় জীবনটাই রিসাইকেল বিন এ
অতীত, এক দু:সহ অতীত
বিবর্ণ, ভোঁতা, নিরামিষ স্বাদযুক্ত এক আমিত্ত্ব।
তবু থেমে যাইনি আমি
জীবনের তরে চলমান
যেনো জলে ভাসা এক শেওলা
অবিরত ক্রন্দনরত ক্ষনগুলি পার
প্রতি মুহুর্ত, সময় আর সেকেন্ড।