চিলেকোঠায় আবদ্ধ আমি
সামনে অঝোরে ঝড়া বৃষ্টিজল ও মুক্তমনা
যেনো প্রতি মুহুর্তে স্বাধীনতা ঘোষনায় মত্ত
এমন উন্মুক্ততা স্পর্শ করতে ইচ্ছে জাগে!!
জানো তোমার চোখের স্বাধীনতার জ্ঞান
উদ্ধার করতে চেয়েছি কতশতবার!
এ যেনো ঠিক তাম্রশিলার পাঠোদ্ধার
প্রতি চাহনী ই এক একটি শিলালিপি।
বরাবর লাজুক ছিলাম আমি
অদেখা মুহুর্তগুলোতে হিটলারের মত
আগ্রাসী যুদ্ধ প্রস্তুতিতে সাজোয়া
ভালবাসার সেনাপতি হৃদয় নিয়ে
তোমাকে ভালবাসি বলবো বলে ছক কষেছি।
ফলাফল?
যেই পটলচেরা চোখে তোমার চাহনী
মুহুর্তেই আমি পরাজিত সৈনিকে পরিনত হয়েছি
পর্বত ধবসের মত চূড়মার হয়েছে আশাগুলি।
এ কবিতা তোমার দৃষ্টির অগোচরে রইবে আজীবন
যদি কখনো চোখে পড়ে এ ছাইপাশ লেখা
সেদিনের জন্য এক প্রশ্ন রেখে গেলাম
সত্যি কি তুমি বুঝতে পারতে
মহাপ্রাচীরে ঘেরা আমার সেই ভালবাসা?