বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি
তুমি এক মহাসৃষ্টি,
এনে দিলে প্রশান্ত মনে
তাকে পাবার এক তুষ্টি।
ছিলেম এক তীব্র খরায়
তাপদাহে হৃদে জ্বলছিলো অনল,
কালো মেঘের ভারী বর্ষনে
নিমেষেই নিংড়ে দিলে হিমশীতল জল।
কত সহস্রাব্দ ধরে খুঁজছি তোমায়
মেরু থেকে নীলিমায়,
আজ তব এলে এ প্রানে
রুক্ষতা সরালে ছোঁয়া দিয়ে ক্ষনকায়।
আজ পেয়েছি অমর স্পর্শ তোমার
যেতে নাহি দিবো হায়,
রাখবে এভাবে জড়ায়ে আমায়
দাও কথা এ মহাপ্রলয়ায়।