যার তরে এত আয়োজন
তার রূপ জানে কয়জন ...
পাত্রের আকার জল জানে
জলের আকার কেবা জানে
এক যবে ভেঙ্গে হয় বহু
স্থুল মন বোঝে নাতো কিছু
ভাবে শুধু দৃষ্ট সত্য সব
তাই করে যায় মিছে রব
স্থির বুদ্ধি ধরে নিয়ে এই
বহুজনে নেই একজন
আসলেতো সেই একজন
যার মোরা সব পরিজন
ভিন্ন রূপ তার প্রকাশিত
সত্য আছে কুয়াশা আবৃত
ঘটিবাটি এই মন নিয়ে
তারে জানা যায় নাতো
সেতো এই ভিতরে আমার
প্রকাশিছে স্বরুপ তোমার
তাই আমি ভাবি বসে মনে
প্রয়োজন কিবা তার রূপে
আমি শুধু জানি সেই নাম
যেবা খুলে দেয় মোর ধাম