মনের ভিতর যদি্ ,প্রস্ফুটিত ব্যবধান ,
ব্যর্থ তবে জীবনে , মিলনের সেতু নির্মাণ।।
এই যে প্রজ্জ্বলিত,দুখের পিদিপ চরাচরে
মূলে তার, রয়েছে বিদ্বেষ পরস্পরে ।।
হিংসারে হাতিয়ার করে ,বলিদান শান্তিরে
উৎফুল্ল আপনি আপন বাহাদুরে
নিজেরে মহান ভাবি নিজের অহংকারে
তাই বিভেদের লজ্জারে উড়াই ফুঁৎকারে ।।
তাই ভাবি ,অথবা সত্য জানি মনে
মিলনের স্বপ্ন কাঁদে একাকি নির্জনে