লম্পট সেই ,
যার লাম্পট্য গোপন নয় ...
এটাই বৃহত্তর সামাজিক চিন্তন সাধারনে ...
আর যে
চার দেয়ালের নিরাপত্তায়
হানাদেয় পাখীদের নীড়ে
উদারতার মহান মুখোশে...
লাম্পট্য তাদের ঢাকা থাকে
সামাজিক আস্ফালনে .
শৃঙ্খলিত নিয়ন্ত্রণে
আসলে এটাই
সামাজিক ব্যাধি আমাদের
নুয়ে পড়ি অর্থের পায়েতে
ভুলে গিয়ে ঘটমান বিবরণ
আর তাই
যা হবার , হয় তাই
মাথার উপর পা রেখে লম্পট জেগে রয় ...।