প্রতিনিয়ত
হ্যাঁ একটুকুও মিথ্যে নয়
প্রতিহত হচ্ছে আমাদের যাপনের অধিকার
হ্যাঁ ভাই নানা অজুহাতে
আসলে ওই যে কথায় বলে না দুষ্টের ছলের অভাব হয় না
আজ জানি সত্যই হয় না ...
তাই তো
কখনো ধর্মের
কখনো কর্মের
কখনো খাদ্যের
কখনোবা জাতির , ভাষার , পরিচ্ছদের
আর রাজনৈতিক সৃষ্ট শব্দ শরণার্থীর নামে
নেমে আসে সন্ত্রাস ...
আমার হারায় অনেক কিছুই
আর সন্ত্রাসের কুশলবিদের পকেট উপচে পড়ে কালো টাকায়
জয়ডঙ্কা বাজে শহরে , গ্রামে অলিতে গলিতে
রক্তের পিচ্ছল পথে
উল্লাসে শকুন উড়ে যায় আনন্দ উৎসবে
আমি পড়ে রই ... নিথর বাক-শূন্য ভগ্ন হৃদয়ে
সর্বহারা দলিত গলিত মানবিক সভ্যতার আতুর ঘরে
খাদ্য, আশ্রয়, সহায় সম্বল হীন শূন্যতায়
এই দৃশ্য কোনও এক দেশের একার নয়
এই দৃশ্য সর্বগামী
এই দৃশ্য সর্ব দেশের জাত কাল সময় নির্বিশেষে
সব নিপীড়িত মানুষের
আসলে আমাদের কোন জাত নেই ,বর্ণ নেই , ধর্ম নেই
আছে শুধু এক মোহর সরকারী বালির বস্তা
প্রয়োজনে ব্যবহার
ব্যবহৃত আমি বা তুমি যারা ওই ক্যাটাগরিতে , হই প্রতিনিয়ত
নইলে যে সন্ত্রাস বলে আর কিছু থাকবে না এই পৃথিবীতে
আমরাই বলির পাঠা
তাই ইচ্ছে মতই
যার যখন
ছিঁড়ে খুড়ে খায়
আমাদের অতি আদরের নুন-ভাতের আনন্দ যাপন।'
সত্যই ,'
এক বাক্যও মিথ্যে নয়
আমাদের এই জীবন যাপন।