আবার তোমাকে দেখবো গলির মাথায়
আজ সাতাশ বছর পর
চামড়াটা কেমন ঝুলে গেছে তোমার
একটু নুয়ে হাটছো বলে মনে হচ্ছে?
কাব্যিক চর্চা ছেড়ে দাও নি তো!
সেটা কিভাবে ছাড়বে? তোমার জীবনই তো কাব্য
বেদনাময় এক কাব্য
আনাড়ি হাতে ছবি আকার চেষ্টা করো এখনো?
অবশ্য ভালোই হতো ছবি গুলো
আমি বলতাম না
হেসে হেসে উড়িয়ে দিতাম তোমার শিল্প
সেই হাসির মধ্যে যে কিছু অনুযোগ ছিলো তাকি জানতে?
তুমি সবসময়ই তো আলাদা হতে চেয়েছো
এখনও একা থাকো
একাকীত্ব কি তোমাকে তাড়না দেয় না?
নাকি সেই তাড়না লুকিয়ে হেসে বেড়াও তুমি?
বুড়ো তো হয়ে যাচ্ছো
জীবনের গতি কি আসবে না?
থেকে যাবে অর্থবের মতন নিজের মধ্যেই?
যেভাবেই থাকো, হেসো তুমি প্রাণখুলে
দেখা হবে আজ গলির মাথায়
সাতাশ বছর পর