যেখানে ভাঙা নৌকোর পাশে ছোট্ট খড়ের ঘর ভাসে
অমানিশার মাঝে হুতুম পেচা হাসে
যেই প্রান্তরে কিষাণের মুখ ফসলে উল্লাসিত
ধানের মাঝে যাতে সবার অন্ন নিহিত
যেই মাটিতে জসিমউদ্দিন লিখে নকশী কাথার মাঠ
ভাষার জন্যে মানুষেতে লেপে রক্ত ললাট
যেখানে গোধূলিতে হয়  সূর্যি আগুন রাঙা
চাঁদ ওঠে অপরূপ, আধো নক্ষত্র ভাঙা
যেখানে মধুসূদন, নজরুল শুয়ে রয়
অবাধ বিচরণে নাইকো কোন বর্গীর ভয়
সেই ভূমিতে যেনো বিধাতা জন্মি বারংবার
এই বাংলায় যেনো হয় শেষ ঠিকানা আমার