পরের কল্যাণে রহে অবিরত
পরের ধ্যানে অবিশ্বাস্য
নিজের ক্ষতি হেরিয়া বীর
তবু মননে - মানসে জনতার কল্যাণ।
পৃথিবীতে এখন বড় আকাল
সুন্দর মনের সৃষ্টিশীল মানুষ,
তবু পদ্মা, যমুনা, ডাকাতিয়ার পাড়ে
দৃষ্টিনন্দন এ দেশে এখনো হরি
নিজের ক্ষতি সাধিয়া অপরের কল্যাণ।।