প্রায় হাজার বছরের ঐতিহ্য সম্বলিত বাংলা কবিতার জগৎ।
বাংলা গদ্য সাহিত্য ও প্রায় সোয়া দুইশ বছরের পুরনো ।
কিন্তু দু: খের বিষয়, বাংলা সাহিত্যকে আমরা সারা পৃথিবীতে
এখনো সেভাবে তুলে ধরতে পারি নাই। একা একা যা করা সম্ভব
নয়, দশ জনে মিলে করলে অনেক বড় কাজ করা সম্ভব।।
তাই "বাংলা - কবিতা " এর পক্ষ থেকে অনুবাদ ও বিদেশে প্রচারের
উদ্যেগ নেয়া হলে, নিংসন্দেহে অনেক দূর অগ্রসর হওয়া সম্ভব ।