স্বাস্হ্য বিজ্ঞান জীবন বিধান
কে বলে ভাই কঠিন বিজ্ঞান
শিখছে মানুষ, পড়ছে মানুষ
সবই তো মর্ত্যের ই জ্ঞান ।
ভূলোক জ্ঞান, দ্যুলোক জ্ঞান
ইনসানেরই কল্যাণে ।
অঙ্গবিদ্যা, শল্যবিদ্যা
চিকিৎসকেরই ঔষধ বিদ্যা
ধরার বুকে মানব কূলের
নিত্য - দিনের অবিচ্ছেদ্য বিদ্যা ।