অপেক্ষা
----------------
--নজরুল ইসলাম খান
আমি যখন ছোট ছিলাম,
মাকে ডাকতাম নিজের কাছে ।
মা থাকতেন খুব ব্যস্ত কাজে,
আমি ঘুরতাম মায়ের পাছে ।
সকল কর্ম সেরে মা যেই
নিতেন আমায় কোলে তুলে।
মা আর আমি দুজনেই
তাবৎ কষ্ট যেতাম ভুলে ।
এখন আমি অনেক----- বড়,
মা হচ্ছেন রোজ বেশি ছোট ।
মায়ের প্রতি নেই আকর্ষণ ,
আগের মতন আর অন্তত ।
মা ডাকলে তাই হয় না সময় ,
এসে একটু পাশে বসার ।
মা তবু রয় অপেক্ষাতে
আমার কাছে ছুটে আসার ।
৩১/০১/২০২৪
তালতলী , বরগুনা