স্বপ্নে দেখি
-------------
--নজরুল ইসলাম খান

স্বপ্নে দেখি সাগর জলে
আগুন জ্বেলে দিয়ে ।
মেঘের বাষ্প সৃষ্টি করে
যাই তাড়িয়ে নিয়ে ।

যেথায় দেখি রোদের তাপে
যাচ্ছে পাহাড় হেলে।
মেঘকে বলি, থাম এখনই,
দে বৃষ্টি  সব ঢেলে ।

জীবনগুলো কষ্টে যেথায়
ডাকছে  কাতর স্বরে।
সেইখানেতে অঝর ধারায়
বৃষ্টি পড়ে ঝরে।

নরক তাপে অগ্নি জ্বলে
যেথায় মনের বনে।
সেই বনেতে পরশ বুলায়
বৃষ্টি ক্ষণে ক্ষণে ।

চালক হয়ে মেঘকে নিয়ে
ঘুরে নানান দেশে ।
বীরের বেশে নিজের দেশে
ফিরি অবশেষে ।

দেশে ফিরে ভিজে  ভিজে
যাই যে ঘরের কোনে।
তপ্ত দেহ ঠান্ডা কোরে,
তৃপ্ত হয়ে মনে।

০২/০৫/২০২৪
তালতলী, বরগুনা