সূর্য তুমি
-----------
---নজরুল ইসলাম খান
সূর্য তুমি মেঘে ঢাকো,
কম করে দাও আলো ।
প্রখর রোদের চেয়ে ভালো
ঠান্ডা আঁধার কালো।
মেঘ তুমি বৃষ্টি হয়ে
অঝোর ধারায় ঝরো ।
ঘামের সাগর দূরে রেখে
জলের সাগর গড়ো ।
জল তুমি তপ্ত ধরা
আরামদায়ক করো ।
তা না হলে জীবনগুলো
হচ্ছে মরমর।
০১/০৫/২০২৪
তালতলী, বরগুনা