পুরুষতন্ত্র
--------------
---নজরুল ইসলাম খান
অনেকদিন ধরে ভাবছি একটা বউ আনব।
একটা ভালো বউ।
যে বউয়ের থাকবে না কোন রাগ কিংবা অভিমান ।
থাকবে না একটুও চাহিদা, শাড়ি- বাড়ি- গহনা বা অন্য কিছুর।
আমার বেতনের খোঁজ রাখবে না,হিসাব নেবে না টাকার।
খোঁজ রাখবে না আমি কোথায় কী করছি,
কার কাছে যাচ্ছি, কার সাথে কথা বলছি, খাচ্ছি -দাচ্ছি।
শত অত্যাচার করলেও গাল ফুলিয়ে বাপের বাড়ি যেতে চাইবে না , ভাংচুর করবে না,
আমার পায়ে পড়ে শুধু কাঁদবে আর কাঁদবে।
কারণ,সে জানে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত।
অন্য কাউকে ঘরে আনলেও ঝগড়া করবে না,
মামলা করবে না,
মানুষের কাছে বলে বেড়াবে না,
হাসি মুখে মেনে নেবে সবই।
আমি যতই অসৎ হই তাতে কিছু যায় আসে না,
বউ থাকবে নিষ্পাপ, কাচের মতো স্বচ্ছ ।
তার প্রয়োজনে আমি সাড়া না দিলেও
আমার প্রয়োজনে সে সাড়া দিবে নির্দ্বিধায় ।
আমার বংশধারা রক্ষা করবে বছরের পর বছর ।
এমন বউ পেলে আমার পুরুষ জীবন সার্থক হবে,
পুরুষতন্ত্র পুনরুদ্ধার হবে ।
কোথায় পাব আমি এমন ভালো বউ?
০৭/০৭/২০২৪
তালতলী, বরগুনা