মুখ
-----
--নজরুল ইসলাম খান
চামড়া -মাংসের মুখটি স্রষ্টার
স্রেষ্ঠ উপহার ।
নীরবতা ভাঙ্গতে দরকার
মুখের ব্যবহার ।
মুখ দিয়ে তো যায় ছড়ানো
দিল খোলা হাসি।
প্রিয়জনকে মুখে বলি,
খুব ভালবাসি ।
চিরশত্রুও বন্ধু হয় রে
মুখেরই কথায় ।
চিরতরে হারায় আবার
নিদারুন ব্যাথায় ।
মুখ দিয়েই খাই সকলে
সব রকম খাদ্য ।
খাবার ছাড়া বেঁচে থাকে
আছে কার সাধ্য।
এই মুখেরই কথায় লোকে
দুধেভাতে খায় ।
মুখের বদৌলতে আবার
লাথি - চড়ও পায় ।
তাই তো বলি মুখটি সবার
করি নিয়ন্ত্রণ ।
মুখের বিনিময়ে আসুক
সুখের নিমন্ত্রণ ।
১৫/১২/২০২৩
তালতলী, বরগুনা