মেঘের কাছে
--------------------
--নজরুল ইসলাম খান

মন চায় মেঘের কোলে ঘর বানিয়ে রই।
গরম থেকে পালিয়ে  মেঘের দোসর হই ।
মেঘের শাড়ি গায়ে জড়িয়ে করি হইচই ।
মেঘবালিকার সাথে বসে প্রাণের কথা কই।

মেঘের কাছে বৃষ্টির জন্য  হাতে পায়ে ধরি।
মেঘের সাথে সালিশ করে বৃষ্টি হয়ে ঝরি ।
মেঘের জলে সরস করে সবুজ নগর গড়ি।
সবাই যেন দেখেই বলে আহা মরিমরি!

০৩/০৫/২০২৪
তালতলী, বরগুনা