গরীবের সাধ থাকতে নেই
-----------------------------------
---নজরুল ইসলাম খান

গরীবের অতো সাধ থাকতে নেই।
যা দেখিস তাই খেতে চাস,  
জানিস না, গরীবরা সম্পূর্ণ  মানুষ  নয়।
মানুষ হলে বাড়ি থাকতো, ঘর  থাকতো,
ঘরে সুন্দরী নারী থাকতো।
মাঠ থাকতো, চর থাকতো,
মেয়েদের সুন্দর বর থাকতো।
মামা থাকতো, খালু থাকতো,
আয়- রোজগারের  চাকরি থাকতো।
এম পি থাকতো, মন্ত্রী থাকতো,
ওসি থাকতো, ডিসি থাকতো,
উকিল থাকতো, জজ থাকতো,
ক্ষমতার পাহাড় থাকতো।
গাড়ি থাকতো, ব্যাংক থাকতো,
ব্যাংকে কোটি  টাকা থাকতো।

গরীবের আছে এগুলো?
গরীবরা তবে মানুষ কিসে?
অন্যরা সব ভোগ করবে,
গরীবরা শুধু চেয়ে দেখবে ।  
গরীব থাকা  মহা পাপ,
গরীব থাকা তাই অভিশাপ ।

১৩/০৭/২৪
তালতলী, বরগুনা