গরম
------
--নজরুল ইসলাম খান
মাথার উপর দাঁত কেলিয়ে
সূর্যটা ঐ হাসে ।
তাপমাত্রার সে বহর দেখায়
খড়্গ রেখে পাশে ।
তাপমাত্রা তো চল্লিশ ডিগ্রি
করেছে অতিক্রম।
লাজ শরমের মাথা বুঝি
খাইছে এবার গরম।
ঘরে গরম, বাইরে গরম,
গরম যে টান টান।
একটা ভারী বৃষ্টির জন্য
কেঁদে মরে প্রাণ।
শিশু কাঁদে, বুড়ো কাঁদে,
কাঁদে গৃহের নারী।
আড়ি ছেড়ে গরম এবার
যাও না বাপের বাড়ি।
২৬/০৪/২০২৪
টুটপাড়া, খুলনা