জ্ঞানের ছড়া
----------------

নিজকে ভীষন জ্ঞানী ভেবে
পরকে ভাবো গাধা ।
কিন্তু সবাই নয় যে অত
মূর্খ, জেনো দাদা ।
নিজের স্বার্থ সিদ্ধির জন্য
কাজ করো যা দামি ।
তবে সবাই চিনছে  তোমার
চালাকি -ভণ্ডামি ।
সবার অধিকারকে নিয়ে
খেলছো যেমন নয়ছয় ।
ভাবছো তোমার হবে নাকো
কখনও পরাজয় ।
যেমন তুমি চাইছো তেমন
হচ্ছে যে সবকিছু ।
কিন্তু  যমে ধরতে তোমায়
ঘুরছে পিছু পিছু ।
ভূমিকম্পের আগে যেমন
সবই থাকে শান্ত ।
এক ঝাঁকিতে উচ্চ ভবন
ভাঙ্গবে কে তা জানতো ?
তাই তো বন্ধু সময় থাকতে
ফিরে এসো পথে ।
তা না হলে ঐ কপালে
কী জানি কী ঘটে !

০৮/১২/২০২৩