বরগুনার তালতলী
------------------------
---নজরুল ইসলাম খান

বরগুনার তালতলী সাগরকন্যা,
চারিদিকে যেন তার সৌন্দর্যের বন্যা ।
একপাশে বয়ে চলছে পায়রা নদী ,
সাগরের জল নিয়ে ছোটে নিরবধি ।

এখানের মানুষের  নানান বরণ,
তার মধ্যে রাখাইন  বড় আকর্ষণ।
ধান -পান -তরমুজে বাহারি ফলন,
কৃষকের হাসি এনে ভরে দেয় মন।

গাছে গাছে পাখি আর বনে বনে ফুল,
যে ই দেখে সে ই যেন হয় মশগুল ।
এখানের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত,
দেখে যেন মনে হয় ছবির জগৎ ।

নদী তীরে বাস করে  জেলেদের দল,
তাদের আপন বড়  সাগরের জল ।
তার চেয়ে  আপন যে রূপালী ইলিশ ,
টেনে নেয় মায়া করে দিয়ে যেন শিস ।

এখানের গোলগাছ খুব পরিচিত ,
রস আর গুড় হয় যে অপরিমিত।
গুড় -রস দিয়ে রাঁধা স্বাদের পায়েস
সকলেই খেতে চায় যে করে আয়েশ ।

নিমন্ত্রণ সকলের গোলের সে গুড়ে,
এসো ভাই ,খেয়ে যাও,মন-প্রাণ পুরে ।

২০/০২/২০২৪
তালতলী , বরগুনা