আলো - আঁধারি
---------------------
-----------নজরুল ইসলাম খান

সময়ে সময়ে আমিই বুঝিনা আমার আলো আঁধারি মন ,
কোন রূপে সে থাকে কখন ।
মাঝে মাঝে মনে হয়, দুয়ারে নাচে বসন্ত সমীরণ ।
আমাকে জানায় বাহিরের  নিমন্ত্রণ ।
পুষ্প পল্লবে সুশোভিত হয় হৃদয় কানন।
হাজারো অপ্সরা জানায় ভালো বাসার আমন্ত্রণ ।
দৃঢ় হতে  চায়  হৃদয়ের বন্ধন।
আরও শত বছর বেঁচে থাকতে চায় এ জীবন ।

মাঝে মাঝে আবার হৃদয় দ্বারে, অঝোরে ঝরে শ্রাবণ।
চারিদিকে বয়ে যায়  দুঃখ নদীর প্লাবন ।
অন্তর  আর চায়না করতে সন্তরণ ,
যতই দেখুক সন্মুখে  মরন।
হৃদয় গগনের সব আলো নিভে যেয়ে লাগে যেন গ্রহণ।
শীতের কুয়াশার চাদরে ঢেকে যায় মনন ।
চেনা মুখ গুলো যেন অচেনা লাগে অকারণ ।
মনের উপর থাকেনা কোন শাসন ।
সব পাওয়া, সব দাবি ছেড়ে, মরে যেতে চাই তখন।
আমি বুঝি না,  কেন হয় মন  এমন?
কোন চক্র  আমার মনের  করে নিয়ন্ত্রণ ?

২৬/০১/২০২২
টুটপাড়া, খুলনা