অদ্ভুত ভাবনা
---------------------
-----নজরুল ইসলাম খান

লোকে আমায় পাগল ভাবে,
আসলে তো পাগল নই ।
পাগলেরই লেবাস পরে
ভান করে যে পড়ে রই ।

ভদ্র বেশে এই না দেশে,
চোরের  অদ্ভুত  আচরণ ।
কেমন করে নিচ্ছে খুলে
দেশ মাতার ই আবরণ ।

মানুষের সব ছদ্মবেশে
শকুন ঘোরে কাতারে  ।
ভাগাড়ের ঐ পশুর মতন
খামচে নিচ্ছে দেশটারে ।

পতাকাটা শূন্যে ওড়ে,
শিশুর হাতে কেবল আঁকা ।
বাইরে সবাই দেশপ্রেমিক ,
ভিতরটাতে সব ফাঁকা ।

সবাই আমায় অবুঝ বলে ,
আসলে তো সব বুঝি ।
কেমন করে দিন দুপুরে
সিঁধ কেটে নেয় তাই খুঁজি ।

এমনতরো  অবুঝ- পাগল,
দেশের মধ্যে নেই  অভাব ।
সবার শুধু ভাবনা আছে ,
কাজেতে অলস স্বভাব ।

সবাই যদি পাগল সাজে ,
দেশের শেষ কী ভাবছি তাই ।
ভেবে ভেবে অদ্ভুত ভাবনা,
পাগল হতে বাকি নাই ।

০৬/০৭/২০২৪
তালতলী, বরগুনা