বেলা শেষে
ভালোবাসা বলতে কিছুই নেই আজ।
অবুঝ ইচ্ছেগুলো যাযাবরের মত
রিক্ততার বৃত্তে পরিভ্রমণরত,
যা গেছে তাই শুধু গত।
সময় কী আছে তোমার বুঝার অত?
তফাৎটা আজ,
লেকচারেতে খুব ম্যাচুয়ড,
বাস্তবতা বুঝতেই মুখ ফিরিয়ে
আবেগের মুখে লাগাম টানতে শিখেছ।
রসকষহীন কথাগুলো আজ
কাল্পনিক অজুহাতের শর্ত বাজ।
কেমন করে শর্তগুলো পূরণ করিব?
অসীম সুখের তোমার সেই মাথাগোঁজার পাঁজর
আজ বঞ্চিত সুযোগের ব্যার্থতায় জর্জরিত।