সত্যি বলতে রোজ এতটাই ক্লান্ত থাকি যে,
ছোটো বেলা থেকে আজ অবধি সাইনবোর্ড।
কি কাজে লাগে না এই সাইনবোর্ড?
স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস-আদালত,
বন্ধু-বান্ধব এমনকি ক্ষণিকের জীবন সাথী পেতে।
মাঝে মাঝে আফসোস হয় এই ভেবে যে,
বন্ধু-বান্ধব, ক্লাসমেট, প্রতিবেশী সবাই
সুযোগের দাবিদার, অথচ এরাই জীবন
গল্পের রূপকার, যাদের অনেকে বাস্তবতা
বুঝে উঠতে বাতাসে মেলায়।
এখন দুঃখ লাগে, অনুতপ্ত হই এই ভেবে যে,
তখন এই মানুষগুলোর জন্য ভাবতে গিয়ে
তোমাকে কতটা না অবহেলা করেছি।
হয়তো তোমার ও ক্ষেত্রবিশেষ সাইনবোর্ড
রয়েছে, যেখানে তুমি তোমার দুঃখ-কষ্ট
কখনো ফুটিয়ে তোল নি,অথচ যুগের পর যুগ
আমার সাথে ছায়ার মত বয়ে চলেছ।
তবে আজ থেকে তোমার জন্য বাঁচতে চাই।
তবে আজ বধ হোক তোমার প্রতি আমার
সকল অভিযোগ, ছিন্নভিন্ন হয়ে যাক তোমার
প্রতি আমার যত অবহেলা।