আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়।
আধুনিকতার ছোঁয়ায় যখন ছিলনা
আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার খেলা।
আজ আধুনিকতার পরশে মানুষ
আধুনিক, তবে সভ্য হতে পারে নি।
স্বামীর ভালোবাসা পাওয়ার আগে
বঞ্চিত বেহুলা আজ বলা যায় বিলুপ্ত;
সামাজিক যোগাযোগের মাধ্যমে
হাজারো লক্ষ্মীন্দর রয়েছে সুপ্ত।
নর্তকীর জন্য মৃত্যুদন্ড মেনে নেয়া
সেলিমরা আজ ইতিহাসের পাতায়,
বাহ্যিক রূপ দেখিয়া আজিকার দিনে
অনেক রাজপুত্ররা মেয়েদের
ভোগ করে; যে মাত্র ভালোবাসার
চূড়ান্ত দাবি উত্থাপিত হয় আনারকলী না হয়েও
সারাজীবন নর্তকী হয়ে সাজাভোগ করে।
আজ চাইলেই ভালোলাগার অযুহাতে
যে কাউকে ভালোবাসা যায়।
না আছে নিয়ম, না আছে নীতি;
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে
যে কেউ হতে পারে ভালোলাগার অতিথি;
আজিকার সম্পর্ক নিয়ে রয়েছে যথেষ্ট ভীতি।
কিসের দায়িত্ব! কিসের দায়!
আজ ভালোলাগার জন্যই ভালোবাসা।
ক্ষণিকের রাগে মানুষে মূল্যায়ন,
বিচার মানি তাল গাছ আমার,
যে কোনো উপায়ে চাই ভালো থাকা।
চিন্তার কোনো কারণ নাই ভাইরে
মন ভাঙ্গার অপরাধে আনমনা কে হতে চাইরে?
নিজের অনুভূতি নিয়ে ব্যাস্ত বিষণ,
একটু খুনসুটিতে থুতুর মত
সামাজিক যোগাযোগ মাধ্যমে
মরিচকার জলে তৃষ্ণা মেটাতে
তাৎক্ষনিক হৃদয় থেকে ছুড়ে ফেলা।
আজ বিদ্যুৎ চলে গেলে ঘর আলোকিত
হয় না পুরোনো জরাজীর্ন হারিকেনে;
খেলার সময়ে বৃষ্টি এলে, অধীর হয়ে
কয়জন দেখে মেঘলা আকাশ?
আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়।
যে কালে কলাগাছের ভেলা বানিয়ে
ভাসতাম আমি আর ভাসাতাম
ছোট্ট দুহাতে বানানো কাগজের নৌকা।