আর পারছিনা! তব অবহেলার বিষ যেন
মোর প্রতিটি শিরা-উপশিরা হয়ে হিয়ার
সবটুকু অনুভূতিকে জমাট করে রেখেছে।
বিষণ্ণতার রংতুলিতে ভিতরের মানুষটিকে
শুধু রাঙিয়ে গেলাম। নিজের ভুল না বুঝতে
শিখেছ, না আমার ভালোবাসা মেনে নিতে।
শত অভিযোগের মালা শুধু মোর গলায়।
তুমি শুধু অমাবস্যার আকাশ দেখতে শিখেছ,
পূর্নিমা স্নাত আকাশ কি দেখনা? তোমার মনের
বিরুদ্ধে বলছি না, তোমাকে অনেক ভালোবাসি
বলে বলছি, তুমি কি পারোনা একরাশ পূর্নিমার
বিপরীতে এই অন্ধকার মন বনে নিভু নিভু করে
উড়ে চলা একটি জোনাক পোকা হতে?