আর ভালোবাসার প্রয়োজন নেই,
কিছুটা যাতনা, কিছুটা সুখের অবসান চাই।
এই কালে কীসে ভালোবাসা,
কীসে ভালোলাগা, কীসে লৌকিকতা
তাই নিয়ে মানুষ সন্দিহান।
তবে মানুষ যৌনতা আর ভোগের
প্রচলিত না বলা সুখের কথা,
কখনো স্বীকার করে না।
কিছু সত্য অনুভূতিকে ক্রমাগত
পরস্পরের পাওয়ার অপেক্ষারত,
সাময়িক তীব্র ইচ্ছের ছাদরে ঢেকে
উষ্ণতায় আর শিহরনে একটি দেহ
আরেকটি দেহকে পেয়েছে।
বেলা শেষে দুটি আত্মার দূরত্ব ছিল
সমান্তরালে, অথচ দুজনার দুজনকে
কেউ সত্যিকারের অনুভব করতে পারিনি,
ঠিক যেমন পৃথিবীর এত কাছে থেকেও
পৃথিবীর গতি আমরা অনুভব করি না।
এই যুগে এতোটা আপন,
এতো অনুরাগ হওয়া আবশ্যক নয়।
যুগের হাওয়া বদলেছে,
আজ প্রেমের দরকার নেই,
কিছুটা ব্যাথা বেদনা চাই বিচ্ছেদ।