সময়ের স্রোতে ব্যস্তবাগীস হয়েও
তিথির রোমন্থনে মনের অজান্তে
ঠিক সেই আগের জায়গায় নিজেকে
পুনঃ আবিস্কার করছি।
অগণিত লবণের মিশ্রণ ভরা
মহাসাগরের বক্ষ ছেড়ে ঠিক যেমন
একরাশ জল পালিয়ে ক্ষীণ কালের
শান্তির আশাতে মেঘ হয়ে আকাশে ভাসে।
বেঁচে থাকার অপরাগতা নিয়ে চলে
টিকে থাকার প্রতিযোগিতা, মেঘে মেঘে চলে সংঘর্ষ।
আর সময়ের নিয়েম বারির ধারা হয়ে
পুনরায় মিশে সে লবণে ভরা মহাসাগরে।
ওগো আমার হারানো ভালোবাসা,
সে কখন থেকে পালিয়ে বেড়াচ্ছি
মৃত অনুভূতিগুলোর সঙ্গে যাচ্ছি,
শুধু কিছু স্মৃতি কাতর মুহুর্ত থেকে,
অনেক দূরে হারাতে, বেলা শেষে
তোমাকে হারানোর যন্ত্রণা ভুলাতে।