তোমাকে ভালোবাসি এমনটা আমি বলিনি।
তোমার আগে কাউকে ভালোবাসিনি, ভালো
লাগেনি এমনটা তুমি ধরে নিতে পারো,
তাতে আমার কি আসে যায়?
কারো মন পাবো এমনটা আর আশা করি না।
এই পথ চলায় যাকে পাবো, তাকে তার মত
আগলে নিবো, এমন কোনো অঙ্গীকার করিনি।
তুমি আমাকে তোমার সব ভাবতে পারো,আমি
তো আমার মতই চলেছি।
আমি শুধু নিজের কিছু অভ্যাসের দাস হয়ে আছি,
অধিকার দিয়েছ, তাই অভ্যাসগুলোর চর্চার সুযোগ
পেয়েছি। এই সমাজে ভদ্রলোকের বদ অভ্যাসগুলো
কেউ জানে না, তাই বলে আমি নিজেকে ভদ্র বলার
দাবি উত্থাপন করছি না।
স্বেচ্ছায় রক্ত দান করার পর, যদি তা কোনো
সুন্দরীর হৃদয়ে জায়গা করে নেয়, আমি তো
বলতে পারিনা তাঁহার হৃদয়ে আমার বাস।
অধিকার ছেড়ে দিয়ে, অধিকার ধরে রেখে কাউকে
জ্বালাতন করার মত বড় অপরাধ আর কিছু নেই।
আমি-তুমি কোনো একভাবে সম্পর্কিত, আর কিছু
সম্পর্ক অসঙ্গায়িত থাকা উত্তম। তাই আবার ও বলছি,
তুমিও শুধু নিজের কিছু অভ্যাসের দাসী হয়ে থেকো।