সে তখন কিশোরী।
মেয়ে হিসেবে আলাদা করা হলো।
সমাজের গোঁড়ামি রীতি চূর্ণ করলো তার ইচ্ছেগুলো।
ডানা নাড়তেই মাটিতে খসে পড়লো।
“সবসময় মনে রাখবে তুমি মেয়ে”
বাক্যবাণ প্রথমে স্পর্শ করলো তার হৃদয়।
স্বাধীনতা হননের তীব্র প্রতিবাদ
ছড়িয়ে পড়লো অবুঝ মনের আনাচেকানাচে।
এমন বৈষম্যের দহনে
তার মন পুড়ে ছাই হতে লাগলো।
বাকসিদ্ধের প্রমাণ হলো,
সর্বংসহার মত সে কোনো জবাব দিতে পারলো না।
তাকে বিয়ে দেয়া হলো
মাসখানেক পরে তার পেটে বাচ্চা এলো
কারণ সে তার স্বপ্নের কথা বলেছিলো,
বলেছিলো অধিকার আর অর্ধাঙ্গিনীর কথা।