খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত।
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ-ভাত॥
মাঠে সোনার ফসল দিও
গৃহ-ভরা বন্ধু প্রিয়,
(আমার) হৃদয়-ভরা শান্তি দিও
সেই ত আমার আবহায়াত॥
আমায় দিয়ে কারও ক্ষতি হয় না যেন দুনিয়ায়।
আমি কারুর ভয় না করি; মোরেও কেহ ভয় না পায়।
(যবে) মসজিদে যাই তোমার টানে
(যেন) মন নাহি ধায় দুনিয়া-পানে,
(আমি) ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত॥
(বন-গীতি)