শহীদী ঈদগাহে দেখ্ জমায়েত ভারি।
হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি।।
তুরান ইরাণ হেজাজ মেসের হিন্দ মোরক্ক ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি।।
ছিল বেহোঁশ যা'রা আঁসু ও আফসোস ল'য়ে,
চাহে ফেরদৌস্ তা'রা জেগেছে নওজোশ্ ল'য়ে।
তুইও আয় এই জমাতে ভুলে যা' দুনিয়াদারী।।
ছিল জিন্দানে যা'রা আজকে তা'রা জিন্দা হয়ে'
ছোটে ময়দানে দারাজ - দিল আজি শমশের ল'য়ে।
তকদীর বদলেছে আজ উঠেছে তকবীর তারি।।
[জুলফিকার]