সাহারাতে ডেকেছে আজ বান, দেখে যা।
মরুভূমি হ'ল গুলিস্তান, দেখে যা।।
সেই বানেরই ছৌঁওয়ায় আবার আবাদ হ'ল দুনিয়া,
শুকনো গাছে মঞ্জুরিল প্রাণ, দেখে যা।।
বিরান মুলুক আবার হ'ল গুলে গুলে গুলজার,
মক্কাতে আজ চাঁদের বাগান, দেখে যা।।
সেই দরিয়ায় পারাপারের তরী ভাসে কোরআন,
ওড়ে তাহে কলেমার নিশান, দেখে যা।।
কান্ডারী তার বন্ধু খোদার হজরত মোহাম্মদ,
যাত্রী-যারা এনেছে ইমান, দেখে যা।।
সেই বানে কে ভাসবি রে আয়, যাবি রে কে ফিরদৌস,
খেয়া ঘাটে ডাকিছে আজান, দেখে যা।।
[গুল-বাগিচা]