৬৬.

চৈতী-রাতে খুঁজে নিলাম তৃণাস্তৃত ঝর্ণা-তীর,
সুন্দরী এক হুরী নিলাম, পেয়ালা নিলাম লাল পানির ।
আমার নামে বইল হাজার কুৎসা গ্লানির ঝড় তুফান,
ভুলেও মনে হল না মোর স্বর্গ নরকের নজির ।

৬৭.

সাকি-হীন ও শারাব-হীনের জীবনে, হায়, সুখ কী বল?
নাই ইরাকি বেণুর ধ্বনির জমজমাটি সুর-উছল
সুখ নাই ভাই সেথায় থেকে; এই জগতের তত্ত্ব শোন্,
আনন্দহীন জীবন-বাগে ফলে শুধু তিক্ত ফল ।

৬৮.

মরুর বুকে বসাও মেলা, উপনিবেশ আনন্দের,
একটি হৃদয় খুশি করা তাহার চেয়ে মহৎ ঢের ।
প্রেমের শিকল পরিয়ে যদি বাঁধতে পার একটি প্রাণ--
হাজার বন্দী মুক্ত করার চেয়েও অধিক পুণ্য এর ।

৬৯.

শারাব এবং প্রিয়ায় নিয়ে, সাকি, হেথায় এলাম ফের !
তৌবা করেও পাইনে রেহাই হাত হতে ভাই এই পাপের ।
'নূহ' আর তাঁর প্লাবন-কথা শুনিয়ো না কো আর, সাকি,
তার চেয়ে মদ-প্লাবন এনে ডুবাও ব্যথা মোর বুকের ।

৭০.

নৃত্য-পাগল ঝর্ণাতীরে সবুজ ঘাসের ঐ ঝালর
উন্মুখ কার চুমো যেন দেব-কুমারের ঠোঁটের 'পর--
হেলায় পায়ে দলো না কেউ_ এই যে সবুজ তৃণের ভিড়
হয়তো কোনো গুল-বদনীর কবর-ঢাকা নীল চাদর ।


(কাব্যগ্রন্থঃ রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম, ফেব্রুয়ারী ২০১০, প্রকাশকঃ বিশ্ব সাহিত্য )