৫১.
একমণি ঐ মদের জালা গিলব, যদি পাই তোকে
যে জালাতে প্রাণের জ্বালা নেভাবার ওষুধ থাকে !
পুরানো ঐ যুক্তি-তর্কে দিয়ে আমি তিন তালাক,
নতুন করে করব নিকাহ্ আঙুর-লতার কন্যাকে ।
৫২.
বিষাদের ঐ সওদা নিয়ে বেড়িয়ো না ভাই শিরোপরি,
আঙ্গুর-কন্যা সুরার সাথে প্রেম করে যাও প্রাণ ভরি' ।
নিষিদ্ধা ঐ কন্যা, তবু হোক সে যতই অ-সতী,
তাহার সতী মায়ের চেয়ে ঢের বেশি সে সুন্দরী ।
৫৩.
স্বর্গে পাবো শারাব সুধা, এ যে কড়ার খোদ খোদার,
ধরায় তাহা পান করলে পাপ হয় এ কোন বিচার ?
হামজা সাথে বেয়াদপি করল মাতাল এক আরব,__
তুচ্ছ কারণ, শারাব হারাম তাই হুকুমে মোস্তফার ।
৫৪.
রজব শাবান পবিত্র মাস বলে গোঁড়া মুসলমান,
সাবধান, এই দু'মাস ভাই কেউ করো না শারাব পান ।
খোদা আর তার রসুলের রজব শাবান এই দু'মাস
পান পিয়াসার তরে তবে সৃষ্ট বুঝি এ রমজান ।
৫৫.
শুক্রবার আজ, বলে সবাই পবিত্র নাম জুম্মা যার,
হাত যেন ভাই খালি না যায়, শারাব চলুক আজ দেদার ।
এক পেয়ালি শারাব যদি পান করো ভাই অন্য দিন,
দু পেয়ালি পান করো আজ বারের বাদশা জুম্মা বার ।
(কাব্যগ্রন্থঃ রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম, ফেব্রুয়ারী ২০১০, প্রকাশকঃ বিশ্ব সাহিত্য )