(মোরা) রসুল নামের ফুল এনেছি রে
                     আয় গাঁথবি মালা কে?
এই     মালা নিয়ে রাখবি বেঁধে
                                আল্লাতালাকে।।

          অতি অল্প ইহার দাম
          শুধু আল্লা রসুল নাম,
এই      মালা প'রে দুঃখ-শোকের
                            ভুলবি জ্বালাকে।।

এই      ফুল ফোটে ভাই দিনে রাতে
             (ভাই, রে ভাই!) হাতের কাছে তোর,
ও তুই     কাঁটা নিয়ে দিন কাটালি রে
                      তাই রাত হ'ল না ভোর।

এর       সুগন্ধ আর রুপ ব'য়ে যায়
                                নিত্য এসে তোর দরজায় (রে)
(পেয়ে)          ভাতের থালা ভুললি রে তুই
                                   চাঁদের থালাকে।।