বক্ষে আমার কাবার ছবি
         চক্ষে মোহাম্মদ রসুল।
শিরোপরি মোর খোদার আরশ
         গাই তারি গান পথ-বেভুল।।

লায়লির প্রেমে মজনু পাগল
         আমি পাগল ‍''লা-ইলা''র,
প্রেমিক দরবেশ আমায় চেনে,
          অরসিকে কয় বাতুল।।১

হৃদয়ে মোর খুশীর বাগান,
          বুলবুলি তায় গায় সদাই,
ওরা খোদার রহম মাগে২
           আমি খোদার 'ইশক চাই।

আমার মনের মসজিদে দেয়
           আজান হাজার৩ "মোয়াজ্জিন",
প্রাণের "লওহে" কোরান৪ লেখা
            'রুহ' পড়ে রাত্রিদিন।

খাতুনে জান্নাত আমার মা,
             হাসান-হোসেন চোখে জল;
ভয় করি না রোজ-কিয়ামত
             পুল্ - সিরাতের কঠিন পুল।।

                          [জুলফিকার]
________________
পাঠান্তর:
১.বোঝে আমায় প্রেমিক দরবেশ
            অরসিকে কয় বাতুল।।
২.ওরা খোদার দয়া যাচে
৩.প্রেমের
৪.প্রাণের 'পরে কোরান লেখা