রে মন! আল্লা রসূল বোল্!
দিনে দিনে দিন গেল তোর দুনিয়াদারী ভোল।।
রোজ-কেয়ামতের নিয়ামত আল্লা রসুল বাণী
তোর আখেরের ভুখের খোরাক পিয়াসের পানি।
তোর দিল- দরিয়ায় আল্লা রসুল জপের লহর তোল।।
তোর স্ত্রী-পুত্র-ভাই-বেরাদর কেউ হবে না সাথী
আঁধার গোরে রইবি পড়ে জ্বালবে না কেউ বাতি।
যে-নামে তুই হেসে পার হবি ভাই পুল-সিরাতের পোল।।
হাড়-ভাঙা খাটুনি খেটে ঘুর ঘুরে পথে
আনিস্ যা তুই লাগবে না তোর কাজে আখেরেতে।
যে নাম জপে পাবি রে তুই মুস্তাফারি কোল্ ।।