কাজী নজরুল ইসলাম

Kazi Nazrul Islam

কাজী নজরুল ইসলাম
জন্ম তারিখ ২৪ মে ১৮৯৯
জন্মস্থান চুরুলিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গ
মৃত্যু ২৯ অগাস্ট ১৯৭৬
সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, ঢাকা, বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। ১৯৭৬ সালের ২৯শে অগাস্ট (১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) এখানেই তিনি মৃত্যুবরণ করেন। (উৎসঃ উইকিপিডিয়া)


এখানে কাজী নজরুল ইসলাম-এর ৪৬১টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
বিদ্রোহী ২৯২
মানুষ ১১০
লিচু চোর ১২৮
নারী ৪৭
সাম্যবাদী ৬৫
খুকী ও কাঠবিড়ালি ৩২
কাণ্ডারী হুঁশিয়ার ৫৪
আমি হব সকাল বেলার পাখি ৩২
সংকল্প ৩০
আমার কৈফিয়ৎ ৪৯
অ-নামিকা ১৪৩
বিদায়-বেলায় ২৮
আজ সৃষ্টি-সুখের উল্লাসে ২৯
অনেক ছিল বলার ৩১
অভিশাপ ৮২
কুলি মজুর ২৬
আগমনী ১১
দারিদ্র্য ৩৫
আনন্দময়ীর আগমনে ৫৪
উমর ফারুক ১০৬
জাতের বজ্জাতি ২৬
ছাত্রদলের গান ২৬
ঈদ মোবারক ১২
অবেলার ডাক ৫২
পূজারিণী ১৩
মা ১৭
এক আল্লাহ জিন্দাবাদ ৭১
অকরুণ পিয়া
যদি আর বাঁশী না বাজে ১৮
ঝিঙে ফুল ১২
প্রলয়োল্লাস ১১
বাজিছে দামামা বাঁধরে আমামা ২৭
পাপ ১৫
খোকার সাধ ১২
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই ২৪
অভিযান
তোরা সব জয়ধ্বনি কর
কারার ঐ লৌহকপাট ৫১
সাহেব ও মোসাহেব ২৮
ধূমকেতু ১০
মোহররম ২১
শিকল পরার গান
আমাদের নারী ৩৫
জীবন-বন্দনা
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম ৩০
১৪০০ সাল ১৮
খাঁদু- দাদু ১৬
সর্বহারা ১২
ঈশ্বর ২৭
আমি গাই তারি গান
প্রভাতী ১১
আসিবে তুমি জানি প্রিয়
রাজ-ভিখারী
চৈতী হাওয়া
সব্যসাচী
বাতায়ন পাশে গুবাক তরুর সারি ১২
আমার কালো মেয়ে
চল্ চল্ চল্ ১১
কোরবানী ১২
আল্লাহ আমার প্রভু ১২
অপরাধ শুধু মনে থাক ১০
আমি যার নূপুরের ছন্দ
বাগিচায় বুলবুলি তুই
বারাঙ্গনা ১৩
অনুরোধ ১৪
ফরিয়াদ
আমি যদি আরব হতাম ১৩
খেয়া পারের তরণী
আমার হাতে কালি মুখে কালি
দ্বীপান্তরের বন্দিনী
ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [আবির্ভাব] ১৩
কৃষকের ঈদ
অগ্র-পথিক
আমরা সেই সে জাতি ১১
অ-বেলায়
অপরূপ সে দুরন্ত
খালেদ
এসো প্রিয় আরো কাছে
অকাল-সন্ধ্যা
আড়াল
আনোয়ার
বর্ষা-বিদায় ১৬
অঘ্রানের সওগাত
আশীর্বাদ ১৪
হিন্দু-মুসলিম সম্পর্ক ২০
কবি-রাণী
অনামিকা
মুনাজাত ১৪
অনাদি কাল হতে অনন্ত লোক
ভয় করিয়ো না, হে মানবাত্মা ১৮
আপন-পিয়াসী
অবসর
অভিশাপ ১১
পিছু-ডাক ১৪
ভাঙার গান
কামাল পাশা
তোমার বাণীরে করিনি গ্রহণ ১২
আত্মশক্তি
আলতা-স্মৃতি
এ কুল ভাঙ্গে ও কুল গড়ে
বিশ্বাস ও আশা
কাজী মোতাহার হোসেনের কাছে লিখা একটি চিঠি
প্রার্থনা
বিজয়িনী
জাগরণী
গোঁড়ামি ধর্ম নয় ১১
কবির মুক্তি ২৮
পার্থসারথি
আশা
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে
অ-কেজোর গান
নার্গিসকে লেখা কবি নজরুলের প্রথম ও শেষ পত্র
আয় বেহেশত কে যাবি আয়
কর্ণফুলী
শিশু যাদুকর
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
গোপন প্রিয়া
বিদ্রোহীর বাণী
ফাল্গুনী
পথহারা
আমার সকল ক্ষুদ্রতা হতে
শহীদী-ঈদ
রাখীবন্ধন
এ মোর অহংকার
পথের দিশা
অভয়-মন্ত্র
অনাদৃতা
আগ্নেয়গিরি বাংলার যৌবন
ভুলিতে পারিনে তাই
অন্তর-ন্যাশনাল সঙ্গীত
অকূল তুফানে নাইয়া কর পার
গানের আড়াল
অমৃতের সন্তান
ভজন
ওগো প্রিয় তব গান
পউষ
চোর-ডাকাত
আমার কোন কুলে আজ
শাত-ইল-আরব
পূর্ণ-অভিনন্দন
চক্রবাক
সুরা ফাতেহা
আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!
চমকে চমকে ধীর ভীরু পায়
আঁধারে
জাগ্ মুসাফির
রুবাইয়াত- ১১
আশা (পুবের হাওয়া কাব্যগ্রন্থ)
নিত্য প্রবল হও
বন্দি-বন্দনা
আরতির থালা তসবির মালা ১৫
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ২৬ - ৩০
আগা মুরগি লে কে ভাগা
সন্ধ্যাতারা
আজি মনে মনে লাগে হোরী
ঝড়
ইন্দ্র-পতন
প্রবর্তকের ঘুর-চাকায়
বিজয়-গান
বধূ- বরণ
তুমি মোরে ভুলিয়াছ
আপন - পিয়াসী।
দূরের বন্ধু
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
হিন্দু-মুসলিম যুদ্ধ
বেদনা-অভিমান
আর কত দিন?
সেবক
কমল-কাঁটা
বিদায়-স্মরণে
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
আত্মগত
রক্তাম্বরধারিণী মা
অমর-কানন
যারে হাত দিয়ে মালা দিতে পারনি
উৎসর্গ (অগ্নিবীণা)
উম্মত আমি গুনাহগার
নব ভারতের হলদিঘাট
চির-বিদ্রোহী
তোমারি আঁখির মত
সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে
অর্ঘ্য
চিঠি
মুক্তি-বার
চাঁদনী-রাতে
শীতের সিন্ধু
তুমি আমার সকালবেলার সুর
রুবাইয়াত-ই- হাফিজ- ৮ ১১
হিংসাতুর
পিলে-পটকা
উঠিয়াছে ঝড়
চুড়ির তালে নুড়ির মালা
শূণ্য এ বুকে পাখি মোর আয়
সত্য-মন্ত্র
দুঃশাসনের রক্ত-পান
আমি যদি বাবা হতাম, বাবা হত খোকা
খোকার খুশি
সই ভালো করে বিনোদ-বেণী
চিরশিশু
ওই ঘর ভুলানো সুরে
তরুণ প্রেমিক
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
মরণ-বরণ
মনের মানুষ
রুবাইয়াত- ১০
সুরা ইখলাস
ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [তিরোভাব]
হোলি
কুহেলিকা
অশ্বিনীকুমার
কচুরিপানা
আন্‌মনে জল নিতে
পাষাণের ভাঙালে ঘুম
বন্ধন
গভীর রাতে জাগি
সান্তনা
সুরা আদ-দুহা
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়
সাম্যবাদী - মরুভাস্কর
সালাম অস্ত রবি
ভরিয়া পরাণ শুনিতেছি গান
পথহারা পাখি
নীল পরি
কার বাঁশি বাজিল?
খোকার গপ্‌প বলা
গোকুল নাগ
আরতি
রুবাইয়াত- ৯
ভীরু
মোহররম
ব্যথা-নিশীথ
নারী
খোকার বুদ্ধি
তোমারে পড়িছে মনে
সত্য-কবি
এল শোকের মোহররম
পাহাড়ি গান
হিন্দি গান
স্তব্ধ-রাতে
উৎসর্গ
যা শত্রু পরে পরে
আমার যখন পথ ফুরাবে
মুক্ত-বন্দি
তোমারে ভিক্ষা দাও
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
জীবন
সুরা কাওসার
সুরা লাহাব
সুরা কাফেরুন
উদ্‌বোধন
জাগো সৈনিক-আত্মা
রুবাইয়াত-ই- হাফিজ- ৪
বাদল-রাতের পাখি
পথচারী
ছন্দিতা
বকরীদ
চিরঞ্জীব জগলুল
জাগৃহি
শেষের গান
এস হে সজল
রুবাইয়াত-ই- হাফিজ- ৫
লক্ষীছাড়া
জোর জমিয়াছে খেলা
গান
ফুল-কুঁড়ি
পলাতকা
বিরহ-বিধুরা
চরকার গান
সুরা নাস
চিরন্তনী প্রিয়া
জাগরণী - ভাঙার গান
যুগান্তরের গান
রুবাইয়াত-ই- হাফিজ- ৭
নওরোজ
সুরা ফালাক
আল্লার রাহে ভিক্ষা দাও
প্রিয়ার রূপ
পাগল পথিক
মুক্তিকাম
মন বলে তুমি আছ ভগবান
বিদায়-স্মরণে
ছলকুমারী
নদীপারের মেয়ে
শাওন আসিল ফিরে
সোহাগ
সুখবিলাসিনী পারাবত তুমি
রক্ত-পতাকার গান
বোধন
তূর্য-নিনাদ
শোধ করো ঋণ
তোমায় যেমন করে ডেকেছিল
পাপড়ি-খোলা
মিসেস এম রহমান
রঙ্গীলা আপনি রাধা
হার-মানা-হার
বাদল-দিনে
যাও যাও তুমি ফিরে
বন্দনা-গান
চির-চেনা
জনম জনম গেলো
রুবাইয়াত-ই- হাফিজ- ৬
বড়োদিন
কাবেরী-তীরে
ঘোষণা
হেমপ্রভা
বঁধু মিটিলনা সাধ
ফাতেমা দুলাল কাঁদে
একি আল্লার কৃপা নয়?
নবযুগ
মা (বিরজাসুন্দরী দেবী)-র শ্রীচরণারবিন্দে
কর্থ্যভাষা
হুল ও ফুল
হোঁদলকুতকুতের বিজ্ঞাপন
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৬১ - ৬৫
যুগের আলো
রুবাইয়াত-ই- হাফিজ- ৩
সুপার (জেলের) বন্দনা
শায়ক-বেঁধা পাখী
সকল পথের বন্ধু
মিলন-মোহনায়
বিদায়-বেলায়
মিলন-গান
শেষের ডাক
সুরা নসর
টাকাওয়ালা
আশু-প্রয়াণ গীতি
চাঁদমুকুর
নতুন পথিক
রণ-ভেরী
মধুকর মঞ্জীর বাজে
মুক্ত-পিঞ্জর
দহনমালা
স্নেহ-পরশ
উপেক্ষিত
নিরুদ্দেশের যাত্রী
মানস-বধূ
ডুবিবে না আশাতরি
রুবাইয়াত-ই- হাফিজ- ১
পথিক শিশু
সতী হারা উদাসী ভৈরব কাঁদে
সাবধানী ঘণ্টা
বার্ষিক সওগাত
জাগর-তূর্য
মুক্তি-সেবকের গান
শরাবন তহুরা
ঝুমকোলতায় জোনাকি
নাকিব
প্রণয় নিবেদন
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ১ - ৫
রবির জন্মতিথি
ভূত-ভাগানোর গান
হারামণি
দিল-দরদি
মদির স্বপনে মম মন ভবনে জাগো
প্রণয়-ছল
গুঞ্জ-মালা গলে
আশীর্বাদ
সিন্ধুঃ প্রথম তরঙ্গ
তিলক দিলে কি শ্যাম
দুপুর-অভিসার
দিদির বে-তে খোকা
রুবাইয়াত-ই- হাফিজ- ২
নিশীথ-প্রীতম
বর্ষা-বিদায়
স্নেহ-ভীতু
বধূ-বরণ
স্তব্ধ বাদল
খোশ আমদেদ
কেন আপনারে হানি হেলা?
পুবের হাওয়া
রৌদ্রদগ্ধের গান
শাখ-ই-নবাত
মোমতাজ মোমতাজ
স্মরণে
ইন্দু-প্রয়াণ
বোমার ভয়
শেষ বাণী
বে-শরম
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ১১ - ১৫
ঠ্যাং-ফুলি
আমার প্রিয় হজরত
মরমি
ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত
সুবহ্-উম্মেদ
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৩১ - ৩৫
বরষায়
সত্যেন্দ্র-প্রয়াণ
বিদায়-মাভৈঃ
তরুণের গান
সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ
কোথা সে পূর্ণযোগী
বিবাগিনী
পরশ পূজা
নবাগত উৎপাত
সুর-কুমার
ঝোড়ো গান
বাংলার মহাত্মা
পুরববঙ্গ
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৫১ - ৫৫
মানিনী
তোমারি মহিমা সব
সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি
সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
বেদনা-মণি
মোহান্তের মোহ-অন্তের গান
নিকটে
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৫৬ - ৬০
পথিক বঁধু
প্রতিবেশিনী
বিধুরা পথিকপ্রিয়া
জাগরণী-২
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৭১ - ৭৫
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৪৬ - ৫০
প্রশস্তি
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৩৬ - ৪০
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ২১ - ২৫
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৪১ - ৪৫
মুসলিম আমার নাম
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৬ – ১০
মহাত্মা মোহ্‌সিন
যেদিন তুমি হবে কাজী
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ১৬ – ২০
ক্ষমা সুন্দর আল্লা
ভোরের সানাই [মান্দ-কাওয়ালী]
তুইও ওঠ জেগে
বিশ্ববিজয়ী
আল্লাহ আমার করো না বিচার
তোমার নাম নিয়ে খোদা
সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি
আমায় নহে গো
নিখিল প্রেমাস্পদ
তুমি রহিমুর রহমান
কোথা সে মুসলমান
আল্লাহ তুমি রক্ষা কর [কোরাস]
দরিয়ায় ঘোর তুফান
সালাম লহ
বক্ষে আমার কাবার ছবি
শোনো শোনো য়্যা ইলাহি
তুমি যে রহমান
দাও আজান
শোনো শোনো মোনাজাত
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৬৬ - ৭০
আহমদ চান যদি হেসে
ভুবন জয়ী তোরা কি সেই
যাবি কে মদিনায়
আল কোরায়সী প্রিয় নবী
তওফিক দাও খোদা
আল্লা রসুল বোল্
সাহারাতে ডেকেছে আজ বান
আল্লা' রসুল তরু আর ফুল
রসুল নামের ফুল
আল্লা' নামের নায়ে চ'ড়ে
উঠুক তুফান পাপ দরিয়ায়
আল্লা রসুল জপের গুণ
পসারিণী
আসমানের কোরআন
জাগে না সে জোশ ল'য়ে
কোথায় তখত তাউস
নবিজি রয় প্রাণের কাছে
শহীদী ঈদগাহে দেখ্
খুশী ল'য়ে খোশরোজের

    এখানে কাজী নজরুল ইসলাম-এর ১টি কবিতার বই পাবেন।

    সঞ্চিতা সঞ্চিতা

    প্রকাশনী: মাওলা ব্রাদার্স