কে তুমি? মোরে সপ্ন দেখাও,
কে তুমি? মোরে ঘুম পাড়িয়ে দাও।
কি করে বলি যখন ঘুমিয়ে পড়ি,
সপনে আসে এক ফুটফুটে নারী।।
কষ্ট পাবে তবুও বলি,
তুমি যে এক ভিনদেশি নারী।
ইচ্ছে করে তোমায় নিয়ে দেই ভূমধ্যসাগর পাড়ি,
ইচ্ছে করে তোমায় বুকের ভিতর গড়ি,
ইচ্ছে করে তোমায় নিয়ে সূর্য দেখি,
ইচ্ছে করে তোমায় নিয়ে সমদ্র পাড়ে কাটাকাটি খেলি।।
তবু কি করে বলি? যখন আমি ঘুমিয়ে পড়ি,
সপনে আসে এক ফুটফুটে নারী।
কষ্ট পাবে আবারও বলি,
তুমি শুধুই শরীরী নারী।
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে রাত পার করে দেই,
ইচ্ছে করে সারাদিন গল্পে কাটিয়ে দেই,
ইচ্ছে করে নদীর মাঝে নায়ের দোলে সুর ছড়িয়ে দেই,
ইচ্ছে করে তোমার বুকে গাল চেপে ঘুম দেই-
তবু কি করে বলি, যখন আমি ঘুমিয়ে পড়ি,
সপনে আসে এক ফুটফুটে নারী।
কষ্ট পাবে শেষ বারের মত বলি,
তোমার সবটুকুই আমার, নিলপরী,
শুধু আমি পারি না হতে পুরোটা তোমার।
জানি অনেক কষ্ট দিলাম, ক্ষমা চাই তোমার।
এবার ভেবে বল তুমি,
কষ্ট বেশি কার?
ভেবে নাও এবার,
কে তুমি? মোরে সপ্ন দেখাও,
কে তুমি? মোরে ঘুম পাড়িয়ে দাও।