চলতি যানের হিসেব করে লাভ কি বল?
আলোকবিন্দুর মত মানসিক কোষের-
ক্ষয় চলছে প্রতিনিয়ত,ঘূর্ণায়মান তীব্র চাকার
পাল্লায় উড়ে চলছে শরীর? নাকি ক্ষয়ে যাচ্ছে
একটু একটু করে পিছনের টানে।মনের প্রাপ্তির
ব্যাঘাতে শরীরের ক্ষয়? নাকি শরীরের গতিতে
মনের পিছনে ফেরার আকুতি।
নতুন গন্তব্য? তবু কি নতুন শরীর, নাকি মন?
কিছু যে রয়ে গেছে, কিছুতা হারিয়ে গেছে,
কিছু যোগ হয়েছে। তবে এটা নতুন নামের পুরাতন অবয়ব?
নাকি পুরানের মাঝে নতুন উপলব্ধি।
ক্ষয়িষ্ণু হৃদয়, ভগ্নদেহ আর প্রকম্পিত দীর্ঘশ্বাস-
যোগ হয়ে ইতি টানে দুরত্তের মাঝে, নতু্ন এক প্রশ্ন?
হয়ত ভুলে থাকা উত্তর- অথবা অদেখার আর্তনাদ।
এভাবেই গড়ে, ভাঙ্গে প্রতিনিয়ত।
নতুন দেহ, অথবা মন,
নতুন আমি, পুরাতনের ভিতে
এ শুধু আজন্ম প্রশ্ন, এক জন্মানো ভবিষ্যতের।