সত্য নিখাদ সরল সোজা সুন্দর পথের ডাক,
উল্টো পথের মিথ্যা জুলুম অসৎ নিপাত যাক।
কোরান শরীফ প্রভুর বাণী বিশ্বাসীদের নূর,
যার আলোতে এই দুনিয়ার অন্ধকার হয় দূর।
মুহাম্মাদ নাম সাল্লিওয়ালা মুর্খকে দেন জ্ঞান,
নিখিল পেলো প্রেমের মালা জান্নাতেরই ঘ্রাণ।
আহাদ সামাদ সত্য পথের খুঁজলে প্রেমিক পায়,
মিথ্যা অসৎ পাপের লানত ঘৃণ্য লেপন গায়।
ফিলিস্তিনের বীর মুজাহিদ মরণ নামক ভয়,
ঈমানী জোর সাহস দিয়ে শত্রু করছে ক্ষয়।
দখলদারদের অস্ত্র দেখেও কাঁপে নারে বুক,
মা ও মাটির ইজ্জত রক্ষায় মরণ বরণ সুখ।
কাপুরুষ সেই মিথ্যার সঙ্গে আপোষ মেনে রয়,
ফিলিস্তিনের এই লড়াইয়ের নিশ্চয় হবে জয়।
আল্লাহর পথে জেহাদ করে জান্নাতে হয় স্থান,
প্রভুর প্রিয় বান্দা তারা বলেন মেহেরবান।
সত্য পথে লড়াই করে কেউ মুজাহিদ বীর,
জিহাদ লড়ে দ্বীনের পথে উচ্চে তুলে শির।
মরলে শহিদ বাঁচলে গাজী আল্লাহ্ খুশি হয়
কাপুরুষ যেই মিথ্যা বুলি মরণে তার ভয়।
Swansea UK