মা
নজরুল ইসলাম আসলমী
ক্যামন আছো জননী তুমি
ছন্দে লেখে খোকা,
হর-হামেশা যেই খোকাকে
বলতে তুমি বোকা।
নাইয়ে খাইয়ে পরিয়ে দিতে
নতুন জামা গায়ে,
বাবার কেনা জুতো জোড়া
পরিয়ে দিতে পায়ে।
কাঁদতে তুমি অসুখ হলে
আজ কাঁদে না কেহ,
কষ্ট সহে এই যে শরীর-
লোহার মতন দেহ।
দিন রজনী ইচ্ছে জাগে
খেতে তোমার চুমু,
তুমি যে মা অনেক দূরে
কাঁদে তোমার মুমু।
সোয়ানসি/ইউকে।