কুসুম বাগে ফুল ফুটেছে
রবির আলো ছড়ায় বোধ,
শিশির ভেজা চাদর তুলে
ফাগুন মাসে কোমল রোদ।
আগুন ঝরা মনের মাঝে
বাগানে আজ ফুলের কলি,
ভ্রমর অলি ডানায় চড়ে
পরীর দেশে যাবে চলি।
পথের ধারে লাল সবুজে
চোখ ধাঁধানো ফুলের মেলা,
লাল গোলাপি কনকচাঁপা
খেলায় যেনো দিবস বেলা।
ফাগুন বনে আগুন লাগে
মৌমাছি যে গানটা ধরে
ভালোবাসার পরশমণি
হাসলে যেনো মুক্তা ঝরে।
খুকুর হৃদে রঙ লেগেছে
নিজেই সাজে ফুলেল সাজে
হাসনাহেনা শিউলীমালা
সুবাস ছড়ায় খোশমেজাজে।
Swansea UK.