আকাশজুড়ে মেঘের ভেলা
সঙ্গে উড়ে চিলে,
মাছের সাথে শাপলা ভাসে
দেখো, রউয়া বিলে।
হিজল বনে বাঁশির সুরে
হৃদয়ে দেয় নাড়া,
রত্নানদে মাঝির গানে
দু'কুল আত্মহারা।
ইচ্ছে ছিলো কৃষক চাষী
হয়ে থাকবো ক্ষেতে,
চাষের ফসল গোলায় ভরে
উঠব আমি মেতে।
গাঁয়ের ছেলের সাধাসিধে
শিশু মনের মতো,
সবার সাথে মিলেমিশে
থাকবো অবিরত।
ইচ্ছেগুলোর গলাটিপে
গজিয়ে ওঠে ডানা,
গ্রাম ছেড়ে সে অনেক দূরে
বলতে আছে মানা।
সোয়ানসি, ইউকে।