বিলাসবহুল বাড়ি জমিদারি-শান
কষ্টের তিলোত্তমায় গড়া আলিশান।
অবিরাম নোনা জলে প্রতিদিন ভাসে
অপরের হিতে তাই দিনরাত চাষে।

কপালটা বদলাতে অবিরত খেলে
খেটেখুটে মজুরেরা দেয় সুখ ঢেলে।
গরিব শিশু-কিশোর পাঠে হেলা রোজ
বাঁচার উপায় খোঁজে পেটে চায় ভোজ।

শিক্ষা ছাড়া জীবনটা বাতিহীনা ঘর
তফাৎ ধনী গরিব বাড়ে চরাচর।
বিলাসির যাঁতাকলে অসহায় হয়ে
অধিকার হেরে গিয়ে যায় ক্ষয়ে ক্ষয়ে।

শ্রমিক মালিক ভেদ এটা মিছেমিছি
নিয়মের কাছে সব থুক-থুক ছি-ছি!০
প্রভেদটা ভুলে যাই মূল্য দেই কাজে
ভালোবাসা মানুষের প্রেম যদি সাজে।

মানবতার বিচারে সাজা ভোগ-ধিক
অসহায় অধিকার পাবে ঠিক ঠিক।
গরিব পাবে না হেলা বদলাই দিক
চেতনায় শাণ দেই সবে ঐকান্তিক।

From
Swansea UK.