আয়তনে ছোটো দেশের
জনসংখ্যার চাপ,
মিলেমিশে থাকলে সবাই
পালায় অভিশাপ।

আফাল ওঠে বান—তুফানে
প্রাকৃতিক কারণ
বজ্রপাত আর মরণ ফাঁদে
শোনে না তো বারণ ?

পুষ্প ফলের এই দেশটি
ধনধান্যে বেশ ?
মিলেমিশে কাজ করে যাই
সুখের তো নেই শেষ।

পাহাড় কেটে নিধন বনও
বৃক্ষহারা দেশ,
নীতি কথা কেউ শোনে না
নাচায় লম্বা কেশ।

কাটার আগে গাছটি লাগাই
বাঁচাই পরিবেশ,
গাছ রোপনে বান-তুফানে
নিরাপদ রয় দেশ।

সোয়ানসি,
ইউকে।